[gtranslate]

কিশোরগঞ্জে একদিনেই করোনা শনাক্ত হয়েছে ৪৯জন


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২২, ৪:৩৯ পূর্বাহ্ণ / ৮৩
কিশোরগঞ্জে একদিনেই করোনা শনাক্ত হয়েছে ৪৯জন

 

জাহাঙ্গীর আলম ইমন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি এখন উর্ধ্বগামী। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) একদিনের৩৬৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয়েছে। এতে জেলায় নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম প্রদত্ত কিশোরগঞ্জ জেলার কোভিড-১৯ সম্পর্কে সর্বশেষ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এদিন জেলার ১৩টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ভৈরব উপজেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া অন্য ৭টি উপজেলার মধ্যে বাজিতপুর উপজেলায় ৭ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ১ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

অন্যদিকে সর্বশেষ এ রিপোর্টে করোনায় কোন মৃত্যুর তথ্য নেই। এছাড়া এদিন কেউ সুস্থও নেই।