[gtranslate]

কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম কেক কেটে জন্মদিন পালন।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ / ৩১
কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম কেক কেটে জন্মদিন পালন।

শেখ মারুফ হোসেন, কালীগঞ্জ সাতক্ষীরা।। 

কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিনে কেক কাটা ও নানা উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা গন এবং মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যগণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকীমের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ ওজিয়ার রহমান, সাবেক সরকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, সাবেক সরকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, সাবেক সরকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহমেদ, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু, সাবেক সরকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ, এবং সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি মাস্টার মোঃ গোলাম, মিন্টু, সন্দীপ সহ মুক্তিযোদ্ধা সন্তানগন, সাংবাদিক ও সুধীজন।