[gtranslate]

কমিটি বিহীন মসজিদ পরিচালনা মসজিদের কর্মকান্ড নিয়ে এলাকাবাসীর ক্ষোভ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ / ১৪৯
কমিটি বিহীন মসজিদ পরিচালনা  মসজিদের কর্মকান্ড নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

মোঃ নওশাদ আলী, বিশেষ প্রতিনিধি :- 

ফেনী জেলার পশ্চিম পাঁচগাছিয়া গ্রামের রাষ্ট্রদ্রুত সফিউল্যাহ সাহেবের বাড়ির দরজায় কুয়েতী জামে মসজিদ অবস্থিত। উক্ত মসজিদে দীর্ঘ দিন ধরে কোন কমিটি গঠন করা হয়নি। আবদুল আজিজ নামে এক ব্যক্তি উক্ত মসজিদ পরিচালনা করিয়া আসিতেছে। কিন্তু পরিচালনা কমিটির ছাড়াই তিনি একাই মসজিদের যে কোন কর্মকান্ডে সিদ্ধান্ত দিয়ে থাকে। যে সিদ্ধান্ত কখনও কখনও সমাজের বিপক্ষে চলে যায়। বর্তমানে মফিজ উল্যাহ ও সিরাজ উল্যাহ দুই ভাই মিলে ৩ডিং জায়গা মসজিদের নামে ওয়াকফ করে দেয়। ওয়াকৃত জায়গার বাহিরেও মসজিদের জায়গা দখল করে আছে। এরপরে মফিজ উল্যাহ ও সিরাজ উল্যাহ’র জায়গাতে টিউবওয়েল স্থাপন করলে এলাকাবীর ক্ষোভের সৃষ্টি হয় যে মসজিদ আল্লাহর ঘর মসজিদের জবর দখল করে জায়গা নেওয়া উচিত নয় বলে এলাকাবাসী জানান। টিউবওয়েল স্থাপনের কথা জিজ্ঞাসা করিলে মসজিদের দায়িত্বরত আব্দুল আজিজ ও মসজিদের ইমাম সফিকুর রহমান মিলে অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে হামলা করে মফিজ উল্যাহ ও সিরাজ উল্যাহর উপর। মনে হয় যেন তাদের ব্যক্তিগত পৈত্রিক সম্পত্তি। এলাকার কোন মানুষের সিন্ধান্ত তারা শোনেনা। তাদের এ কর্মকান্ডের এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করিতেছে। গত ৮ই এপ্রিল বিকাল ৫ঘটিকার সময় মসজিদের আঙ্গিনায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগীরা ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। তাই উক্ত মসজিদে সঠিকভাবে পরিচালনা কমিটি গঠন করে মসজিদের কর্মকান্ড পরিচালনা করার জন্য এলাকার সাধারণ মানুষ দাবি জানিয়েছেন।