[gtranslate]

কবিতা: বিদ্যালয়ের স্মৃতি, স্বর্না মিস্ত্রী 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩, ৫:২৪ অপরাহ্ণ / ৩১
কবিতা: বিদ্যালয়ের স্মৃতি, স্বর্না মিস্ত্রী 

বিদ্যালয়ের স্মৃতি

স্বর্না মিস্ত্রী 

————————————–

 হাসি খুশি খুনশুটিতে 

কেটেছে পাঁচটি বছর।

কেমন করে কেটে গেলো,

আনন্দমূখর প্রহর!

প্রতিনিয়ত হতো দেখা 

ক্লাসের সবার সাথে,

আজ সবাই ছিন্ন হয়ে

 আছি ভিন্ন পথে।

কারোর কারোর পাই দেখা 

অনেকে আবার দূরে,

সবার জন্য এখনো আমার 

মনটা শুধু পোড়ে!