[gtranslate]

কবিতা: গুণীজনের একাকিত্ব 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ৭:২৯ পূর্বাহ্ণ / ৫৪
কবিতা: গুণীজনের একাকিত্ব 

👉 গুণীজনের একাকিত্ব 

✍️সাবিনা আফরিন💞

মানব সৃষ্টির আদিকাল থেকেই কোন না কোন ভাবেই আমরা সঙ্গী খুঁজে বেড়াই চারপাশে মানুষের ভিড়ে। 

নিজের একটা একান্তে মানুষটাকে চাই মনের নীড়ে।

যে হবে আমার ভালোবাসার অস্তিত্ব, আশার আলো;

হবে আমার জীবনের আলো আঁধারের সঙ্গী। 

দিনশেষে – রাতের নীরবতায় শিহরে বসে জানতে চাইবে— 

প্রিয় কেমন আছো তুমি?

সারাদিনের ক্লান্তি শেষে শরীরটা ঠিক আছে কি?

এ’যেনো পরম পাওয়ার এক সৌভাগ্যের মিনতি।

শুধুই শারীরিক নয়, মনের একাকিত্বের ক্ষুধা পূরণে

একজন সঙ্গী চাই, একজন বুঝার কাউকে চাই।

শতো পিপাসিত জীবনে— মরুবুকে তৃষ্ণার্ত জলের মতো, সব কিছু প্রকাশ করার আয়নার মতো।

কতো গুণীজন ছটফটায় একাকিত্বের যন্ত্রণায়, মনের গহীনে লুক্কায়িত শূন্যস্থানে খুঁজে সঙ্গীকে।

বাহিরটা তাদের—

কাব্যের মতো যাপিত জীবন, যেনো গল্পের মতো সাবলীল চলমান পৃথিবী, পাঠক শ্রোতা শুভাকাঙ্খির সমাহার; 

অথচ ভিতরটা তাদের নিঝুম রাতের মতো একাকিত্বের কারাগার!!