[gtranslate]

ঈদ মোবারক


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৬:৫২ পূর্বাহ্ণ / ২৩
ঈদ মোবারক
 • ঈদ মোবারক
 • সাবিনা আফরিন।
 • ঈদ মানে খুশী –
 • ঈদ মানেই আনন্দ 
 • ঈদের সকালে নতুন জামা গায়ে, 
 • সুগন্ধি সুভাসে সিগ্ধতায় ঈদগাহে।
 • মিষ্টান্ন – ফিরনি পায়েস আর সেমাই মুখে দিয়েসবাই মিলে যাই ঈদের নামাজে।
 • সকল ভেদাভেদ ভুলে –
 • একে অপরের সাথে কোলাকুলি তে
 • ঈদ মোবারক বলে।
 • ঈদ মানে – গরীব দুঃখীদের একটু খোঁজ খবর নেওয়া-
 • ঈদ মানেই পাড়া প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করা।
 • ঈদের আনন্দে মেতে থাকুক— সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন।