[gtranslate]

ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন- এমপি  এনামুল হক


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৩, ২:০০ অপরাহ্ণ / ২৫
ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন- এমপি   এনামুল হক

মো: জাহাঙ্গীর আলম , স্টাফ রিপোর্টার

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক দলীয় নেতাকর্মী সহ বাগমারার সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাঁ মাঠে এবং সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গ্রামের বাড়িতে এবারের ঈদ-উল-ফিতর উদ্যাপন করায় দ্রুত সময়ে অনুষ্ঠিত হয়েছে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়। এদিকে ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে আসা প্রত্যককে সেমাই খেতে দেয়া হয়।সকাল সাড়ে ৮ টায় শিকদারী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে স্থানীয় মুসল্লীদের সাথে নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। নামাজ শেষে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতাকর্মী সহ সকলের পরিবারের খোঁজ খবর নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়াম লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, চেয়ারম্যান রেজাউল হক, কাউন্সিলর হাচেন আলী প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।