[gtranslate]

আলোর উৎস ‌‌-চিত্রশিল্পী মিলন বিশ্বাস


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ৯:৫৮ পূর্বাহ্ণ / ২৩
আলোর উৎস ‌‌-চিত্রশিল্পী মিলন বিশ্বাস

. “ আলোর উৎস ”

           ‌‌ -চিত্রশিল্পী মিলন বিশ্বাস   

 ===============[[]]]==================

আলো সবার লাগে ভালো আমরা জানি সবাই 

আধার আমরা চাইনা কেহ আলো যদি পাই।

আজকালের ঘটনা তুলে ধরতে চায়

আহমেদ হোসাইন ছানু এই উদ্যোগ নেয়।

আধারকে আলো করতে সঙ্গী প্রয়োজন

আহমেদ হোসাইন ছানু সভাপতির দায়িত্ব নেয়।

সবার কথা প্রকাশ করতে প্রকাশক প্রয়োজন

আয়শা সিদ্দিকা সাথী প্রকাশকের দায়িত্ব নেয়।

ঘটে যাওয়া খবর গুলো সত্য কিনা জানতে হয়

মাসুম ভূইয়া নির্বাহী সম্পাদকের দায়িত্ব নেয়।

খবর যখন বাছাই হয় গণমাধ্যমে পৌঁছাতে হয়

মোঃ এমদাদুল হক বার্তা সম্পাদকের দায়িত্ব নেয়।

দেশ এখন ডিজিটাল তাই তথ্যপ্রযুক্তির দরকার হয়

নাজমুল খন্দকার আবিদ ভাই গুগলের সাহায্য নেয়।

গণমাধ্যমের কথা গুলো বাস্তব যদি হয়

তবেই আজকের আলোতে প্রকাশ হয়।

ছানু ভাইয়ের চিন্তা ধারা সত্য খবর প্রকাশ করা

সকলের সহযোগিতায় ভালো কিছু করতে চায়।

সবাই মিলে দেশদ্রোহীদের তাড়াবো আমরা

বঙ্গবন্ধুর স্বপ্ন আলোকিত করতে চায়।